‘ডেডবডি’ শিরোনামে নতুন একটি সিনেমায় চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে থাকবেন কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি। সিনেমাটি হরর-অ্যাকশন ধাঁচের। ইতোমধ্যে সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।
'ডেডবডি’ সিনেমায় আরও অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।
সিনেমাটি সম্পর্কে ওমর সানী বলেন, ‘‘ডেডবডি’ সিনেমার নাম শুনেই চিৎকার দিয়ে উঠেছি। গল্পটি শোনার পরে কিছু না ভেবেই হ্যাঁ করে দিয়েছি। এই ইন্ডাস্ট্রিতে আমার অনেকে সৌভাগ্য আছে। সিনিয়র-জুনিয়র বুঝিনা। আগে সিনেমাটি ভালভাবে শেষ করতে হবে। আমি ইকবাল বলব, ‘ডেডবডি’ যেনে আগামী রোজার ঈদে আসে।’
আসছে রোজার ঈদে স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেডবডি’।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd