বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রাত ৩টার দিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছেন। এমনটাই অভিযোগ করছেন দলের সদস্যরা।
আজ বুধবার (১১ অক্টোবর) সকালে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ থানায় নিয়ে যায়। ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সব মামলায় জামিনে থাকার পরও এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। গভীর রাতে তাকে ডাকাতের মতো পুলিশ তুলে নিয়ে গেছে। এভাবে গভীর রাতে কোনো নাগরিককে পুলিশ তুলে নিতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক কর্মকাণ্ড। আমি এর নিন্দা জানাই। অবিলম্বে এ্যানির মুক্তি দাবি করছি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd