মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন।
আজ বুধবার ১১ অক্টোবর সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
জানা গেছে, যাত্রীবাহী লেগুনাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিলো। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় একটি বাস পেছন থেকে লেগুনাকে ধাক্কা দেওয়ার ফলে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এর ফলে লেগুনায় চাপা পড়ে চালকসহ চারজন নিহত হন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd