আবার ফ্লপ অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। রানিগঞ্জের এক কয়লা খনিতে ভূগর্ভস্থ জল ঢুকে এসে আটকে পড়েছিলেন বহু শ্রমিক। তাঁদের প্রাণ বাঁচিয়েছিল সেই সময় মাইন ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিল। সেই গল্পে সিনেমা করেছেন অক্ষয় কুমার। সিনেমাটি পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই।
তিন দিনে মাত্র ১২. ১৫ কোটি রুপী আয় করেছে অক্ষয়ের এই সিনেমা। এদিকে অক্ষয় কুমার বলেছেন, ‘ছবি কেমন ব্যবসা করল সেটা নিয়ে চাপ নেওয়া উচিত নয়। যে ছবি করলে বক্স অফিসে ভালো চলবে আমি সেই ধরনের ছবিও করতে পারি। কিন্তু আমি খুশি যে আমি এমন ছবি করছি যা সমাজে পরিবর্তন আনবে।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd