প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ৮:২৪ পি.এম
শর্ত প্রত্যাহার করলে সংলাপ হতে পারে

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
এর আগে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল।
এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি তাদের চার শর্ত প্রত্যাহার করে, তাহলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে। এছাড়াও শর্তযুক্ত সংলাপের বিষয়ে তাঁদের কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের এই আহ্বানের বিষয়ে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করলে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি তাদের চার শর্ত প্রত্যাহার করে, তাহলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, শর্তযুক্ত সংলাপের বিষয়ে তাঁদের কোনো চিন্তাভাবনা নেই।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd