রাজধানীর মিরপুরের দারুসসালামে স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য (কর্মী) শাহ আলমকে খুন করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তার ওপর হামলার ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে পূর্বের একটি ঘটনার জেরে মীমাংসার জন্য ডাকা হয় শাহ আলমকে। রাতে ঘটনাস্থলে আসলে তাকে একা পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ মিরপুরে দারুস সালাম ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইসলামের নেতৃত্বে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় তাকে।
পরে শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দারুসসালাম থানার কর্তব্যরত ডিউটি অফিসার মুঠোফোনে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নির্মম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন শাহ আলমের বাবা ও তার পরিবার।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd