
নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টি প্রকল্পের উদ্বোধন করেন।
আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হচ্ছে: বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার জলাবদ্ধতা দূরীকরণে খাল পুনঃখনন। হাতিয়া ও সুবর্ণচর উপজেলাধীন স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপনাগুলো মেঘনার ভাঙন থেকে রক্ষায় জিওব্যাগ দিয়ে তীর সংরক্ষণ এবং চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)। এই সময় তিনি আরও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।