'গদর ২' এর সাফল্যের পর সানি দেওলকে নিয়ে নতুন সিনেমা তৈরি করতে যাচ্ছেন বলিউড নির্মাতারা।
আনন্দবাজারের প্রতিবেদন, দিন কয়েক ধরেই শোনা যাচ্ছে ‘বর্ডার ২’ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। আর এই সিনেমার জন্য নাকি বিপুল টাকা পারিশ্রমিক চাইছেন অভিনেতা!
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে বর্ডার ২। খুব শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করতে চলেছেন নির্মাতারা। বর্ডার ২’ সিনেমার জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেতে চলেছেন অভিনেতা।
শুধু তা-ই নয়, সিনেমা থেকে যে লাভ হবে তাতে লভ্যাংশও পাবেন তিনি। এর আগে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ সিনেমাতে সানি দেওল অভিনয় করেছিলেন সাথে ছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd