
স্বামী রাঘব চাড্ডাকে রেখেই এই পরিকল্পনা করে ফেলেন অভিনেত্রী। কাঁধ খোলা সুইমস্যুটে তাকে আকাশের বিশালতায় রোদ পোহাতে দেখা গেছে।
ননদের ক্যামেরায় তোলা ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাতে গোলাপি রঙের চুড়ির সঙ্গে কালো বিকিনি টপে পোজ দিয়েছেন পরিণীতি। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
জানা যায়, হানিমুনে যাওয়ার কথা থাকলেও তিনি গিয়েছেন গার্লস ট্রিপে। সঙ্গে ছিলেন ননদ। অভিনেত্রী জানিয়েছেন, ‘এটা আমার মধুচন্দ্রিমা নয়’।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা। রাজকীয়ভাবে উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে।