প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ১১:৪৩ পি.এম
জরায়ুতে তুলা রেখেই সেলাই সম্পন্ন

ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রূপা আক্তারের বিরুদ্ধে অস্ত্রোপচারের পর হাসিনার পেটে তুলা রেখে সেলাই করার এই অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী হাসিনার অভিযোগ, গত ১৭ জুন প্রসব ব্যথা শুরু হলে তাড়াহুড়ো করে নগরীর চরপাড়া ব্রাহ্মপল্লীতে হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি হন তিনি। সেদিন রাত সাড়ে ৯ টায় হাসপাতালটির গাইনি বিশেষজ্ঞ ডা. রূপা আক্তার সিজার করলে ছেলে সন্তানের জন্ম হয় তার। তবে, তার পেটের অস্ত্রোপচারের স্থানে ড্রেসিং করার সময় সুতা পাওয়া যায়।
এ বিষয়ে হাসিনার স্বামী আনিসুর রহমান সময় সংবাদকে জানান, সুতা পাওয়ার বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় কয়েকদিনেও ক্ষত সারছিল না, পরে পেটে ব্যথা অনুভব করলে গত ২১ জুলাই তাকে কমিনউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হতে থাকে।
পরে, গত ১৪ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসিনাকে। সেখানে আলট্রাসনোগ্রাফিতে তার জরায়ুতে তুলা দেখা যায়। এতে ভেতরে ইনফেকশন হয়। এ অবস্থায় অস্ত্রোপচারে প্রায় ৭৫ শতাংশ জরায়ু কেটে ফেলে দিতে হয়।
অভিযোগের বিষয়ে জানতে অস্ত্রোপচারকারী চিকিৎসক রূপা আক্তারের সঙ্গে কথা বলতে হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি চিকিৎসকের মোবাইল নাম্বার দিতে রাজি হননি। এ বিষয়ে তিনি কোনো কথা বলতেও রাজি হননি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd