
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেয়ায় ও ফেসবুকে পোস্ট দেয়ায় প্রবাসী বিএনপি নেতাদের পরিবারকে হয়রানির অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সাংবাদিকদের তিনি বলেন, গত ২ ও ৩রা অক্টোবর প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি ও সেখানকার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপরই তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে হয়রানি করা হচ্ছে।
এদিকে আমেরিকয়ার নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ইমতেয়াজ আহমেদ বেলাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের সরকারকে নিয়ে একটি পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে একটি মামলা হয়। ওই মামলায় গত ১৪ই অক্টোবর বেলালের বিরুদ্ধে দুই বছরের সাজা দেয়া হয়েছে। অবিলম্বে সাজা বাতিল এবং নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান রুহুল কবির রিজভী।