
বিশ্বের সর্ববৃহৎ ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ক্যান্টন ফেয়ারে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের তৈরি ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী, পরিবেশবান্ধব ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার। যার মধ্যে রয়েছে আইওটি বেজড ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির অফলাইন স্মার্ট ভয়েস কন্ট্রোল, ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ সিপ্লট এসিসহ ভিআরএফ এসি। ওয়ালটনের অফলাইন ভয়েস কন্ট্রোল এসি বিশ্বের যেকোনো দেশের ভাষায় পরিচালনা করা যাচ্ছে। যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্যান্টন ফেয়ারে আগত আমদানিকারক, ক্রেতা-দর্শনার্থীদের নজর কেড়েছে।
ক্যান্টন ফেয়ারে দায়িত্বরত ওয়ালটন কর্মকর্তারা জানান, ফেয়ারে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে আগত আমদানিকারক, ক্রেতা-দর্শনার্থীরা ওয়ালটন প্যাভিলিয়নে ব্যাপক ভিড় করছেন। তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওয়ালটনের অত্যাধুনিক বিভিন্ন মডেল ও ফিচারের এসিসহ অন্যান্য প্রযুক্তি পণ্য।
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান বলেন, ক্যান্টন ফেয়ারে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে কয়েক লাখ আমদানিকারক, ক্রেতা-দর্শনার্থী এসেছেন। তাদের বেশির ভাগই মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের সামনে এসে থমকে দাঁড়াচ্ছেন। আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট এসি দেখে অভিভূত হচ্ছেন। বৈশ্বিক ক্রেতারা ওয়ালটন তথা বাংলাদেশের এসি উৎপাদন শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষতা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন।
উল্লেখ্য, চীনের গুয়াংজু শহরে চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে ১৫ই অক্টোবর থেকে শুরু হয়ে চলে ১৯শে অক্টোবর পর্যন্ত। এতে ইলেকট্রনিক্স অ্যান্ড হাউসহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বাংলাদেশের একমাত্র ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক প্যাভিলিয়নে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন।