সম্প্রতি ‘দরদ’ শিরোনামের সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার শুটিং চলতি মাসে ভারতে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে পৌঁছাতে পারেননি শাকিব খানসহ দেশের অন্য অভিনয়শিল্পীরা।
গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল শাকিব খানের। এরপর লুকসেট হওয়ার কথা ছিল। কিন্তু এসব তো দূরের কথা ভারতের ওয়ার্ক পারমিট ভিসাও পাননি শাকিব খান। এ কারণে ভারতে যেতে পারছেন না এই নায়ক। কবে যাবেন সেটাও চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।
সিনেমাটির প্রযোজক বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের স্বত্বাধিকারি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে শাকিব খানের ভারত গমন। এরই মধ্যে শাকিবসহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো তা সুরাহা হয়নি।
‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও অভিনয়ের কথা রয়েছে শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের। এটি নির্মিত হবে বাংলা, হিন্দি, তামিল ও মালায়ালাম ভাষায়।