
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় তানিয়া খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আজিজুল ভুঁইয়াকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্ত আজিজুল ভুঁইয়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের জালাল ভুঁইয়ার ছেলে।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহত তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে আজিজুলসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আজিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।