ইসরায়েল ও গাজায় সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের এই কথা বলেছেন কামালা হ্যারিস।
তিনি উল্লেখ করে আরও বলেন, ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার অধিকার আছে। আবার একইসঙ্গে গাজার বেসামরিক নাগরিকদেরও সুরক্ষার অধিকারও আছে। সিবিএসের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।
চলমান সংঘাতে অন্তত প্রায় দেড় হাজার ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। যার ফলে নিঃসন্দেহে বলা যায়, দেশটির নিজেকে সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে।’
তিনি আরও বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে না। ফিলিস্তিনিদেরও সমান নিরাপত্তা ও সুরক্ষা, আত্মমর্যাদা রক্ষার অধিকার রয়েছে। আমরা খুব স্পষ্ট করেই বলেছি যে, যুদ্ধের নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এবং সেখানে গুরুত্বপূর্ন মানবিক সহযোগিতা সরবরাহ করতে হবে।