৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালনের আহবান জানিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তার মাধ্যমে এই বক্তব্য দিয়েছেন।
তিনি এই বিবৃতিতে আরও বলেন, নিত্য ভোগ্যপন্য সহ সব কিছুর মূল্য বৃদ্ধিতে সাধারন মানুষের এখন নাভিশ্বাস উঠে গেছে। দেশের জনগণ এখন আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না।
তিনি আরও বলেন,দেশের সাধারন জনগণই বি এন পির মূল শক্তি, সবাইকে ধর্য্যের সাথে এই কর্মসূচী পালন করার আহ্বান জানান।
২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাসি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী এই অবরোধ কর্মসূচী ডাক দিয়েছে বি এন পি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd