হিরোশিমায় ১৯৪৫ সালে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়ে ২৪ গুন শক্তিশালী নতুন পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
২০৩০ সালের মধ্যে চীন তার পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দ্বিগুণ করে ১০০০ করার ঘোষণা দেয়ার পরই এমন পরিকল্পনার কথা জানায় পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক বোমা হবে বি৬১-১৩। বি-২১ রাইডার বোমারু বিমান ব্যবহার করে তা ফেলা হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। ৬২ কোটি ২০ লাখ ডলারের এই বিমান বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে আছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
গ্রাভিটি বোমা আনগাইডেড থাকে। কিন্তু নতুন বোমায় টেইল কিট থাকবে। এতে টার্গেট করতে সহায়ক হবে এবং অধিক নির্ভুলভাবে টার্গেটে আঘাত করতে পারবে। এই পরিকল্পনা কংগ্রেসে অনুমোদন হতে হবে। পেন্টাগন বলেছে বি৬১-১৩ বোমা হবে প্রতিপক্ষকে দূরে সরিয়ে রাখতে অধিক শক্তিশালী। মিত্র এবং অংশীদারদের সহায়ক হবে সুনির্দিষ্ট কঠিন এবং বৃহত্তর সামরিক টার্গেটের বিরুদ্ধে ব্যবহারে। নতুন এই অস্ত্রের বিষয়ে আলোচনায় চীন বা রাশিয়ার নাম উল্লেখ করেননি স্পেস পলিসি বিষয়ক সহকারী প্রতিরক্ষা মন্ত্রী জন প্লাম্ব। তিনি বলেন, এই ঘোষণা পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির জন্য এবং প্রতিপক্ষের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে।