
দেশে মুক্তি পেতে চলছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-৩’। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার-৩’। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, ‘দেশে মুক্তির জন্য আমরা আবেদন করেছিলাম তথ্য মন্ত্রণালয়ে। আমাদের প্রদর্শনীর জন্য অনুমতি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন আশা করি’।
সিনেমা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘টাইগার-৩’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তাণ্ডব চালাবে।ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ‘টাইগার-৩’ সিনেমায় কেবল শাহরুখ খান নয়, এ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন হৃতিক রোশনও। তবে হৃতিককে কোন ভূমিকায় তাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করেনি প্রযোজনা সংস্থা। মুক্তির পরই সে রহস্যের উন্মোচন হবে। সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।