‘গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে বিশ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।’ বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ দেওয়া নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব থানা এলাকায় পেট্রোলপাম্পে রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে।এ সময় নিকটস্থ ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পের রাখার অনুরোধ করেন কমিশনার।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd