আবারো রোবাবার ভোর (১২ নভেম্বর) থেকে মঙ্গল বার (১৪ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ সন্ধায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ৯ নভেম্বর বিকেলে সোস্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই ব্যাপারে নিশ্চিত করে নতুন কর্মসূচি ঘোষণা দেন। তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দল গুলোর দাবী অগ্রাহ্য করে দমন পীড়নের মধ্য দিয়ে এক তরফা নির্বাচনের পথে হাটছে সরকার। এইসব করে আন্দোলন থেকে সরাতে পারবেনা বিএনপি নেতাকর্মীদের। তারা তাদের রাজপথের আন্দোলোন চালিয়ে যাবে।
এদিকে বিএনপি ও অন্যান্য অংগ সংগঠনগুলোর ডাকা তৃতীয় দফা অবোরধ কর্মসুচির দ্বিতীয় দিনে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ ও বাস-ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটছে । দিনব্যাপী বিএনপির বেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল ও অবোরধ কর্মসূচি পালন করেন। সন্ধ্যার পরে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও কাভার্ড ভ্যান সহ বাসে আগুন দেয় ঘটনা দুর্বিত্তরা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd