কেন্দুয়া উপজেলার নিপীড়িত ও নির্যাতিত বিএনপি’র সকল নেতা-কর্মীদের পাশে অভিনব কায়দায় দাঁড়িয়েছেন বি এন পি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান। সমগ্র দেশে যখন পুলিশি মামলায় বি এন পি নেতা কর্মীরা ঘর ছাড়া অনেকে আত্মগোপনে এমন সময় অভিনব ঘোষণা দিয়ে প্রকাশ্যে এসেছেন কেন্দ্রীয় জিয়া পরিষদ ও জিয়া মঞ্চের সহকারী মহাসচীব ও সহসভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান। গত ২৮ নভেম্বর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত একাউন্ট থেকে অসহায় সকল নেতাকর্মীর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জানান
কেন্দুয়া উপজেলার নিপীড়িত ও নির্যাতিত বিএনপি’র সকল নেতা-কর্মীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, যে সকল নেতা-কর্মী ভাইয়েরা গত ২/১১/২৩, ১১/১১/২৩ এবং ১৯/১১/২৩ ইং তারিখে কেন্দুয়া থানায় নাশকতা মামলার এজাহার ভূক্ত আসামী রয়েছেন তাদের সকলের জন্য আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে আমি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিনের চেস্টা চালিয়ে যাচ্ছি। অবৈধ সরকারের ফ্যাসিস্ট আচরনে আপনারা আজ ঘর-বাড়ি ছেড়ে ফেরারী জীবন যাপন করছেন এবং আপনাদের পরিবার নিদারুন কস্টে রয়েছে। সঙ্গত কারনে অনেকের ফোন বন্ধ রয়েছে তাই যোগাযোগ সম্ভব হচ্ছে না। তাই হাইকোর্টে হাজিরার জন্য সকল এজাহারভূক্ত আসামী ভাইদেরকে নিম্নোক্ত টেলিফোন/ what’s app নাম্বারে নিজ নিজ নাম আগামী ২ দিনের মধ্যে এন্ট্রি করবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।উল্লেখ্য যে, কোন দলীয় গ্রুপিং/ কোন্দলের ঊর্ধ্বে সকলের জন্য এই ব্যবস্হা উন্মুক্ত রাখা হয়েছে।“ আসুন হাতে হাত ধরে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।”
তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করা হলে তিনি প্রতিবেদককে জানান, সরকার তাঁর অধিনস্ত প্রশাসন ও পেটোয়া বাহিনী দিয়ে আমাদের উপর জলুম চালিয়ে যাচ্ছে । আজকে হাজার হাজার নেতা কর্মী ঘর ছাড়া হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। আমি নিজেও সরকারের দেয়া মিথ্যা মামলায় নির্যাতিত এবং হেনস্তার স্বীকার। মাঠের আন্দোলনকে বাধাগ্রস্থ করতে সরকার ও তাঁর দোসর বাহিনী একেরপর এক মামলা, হামলা চালিয়ে যাচ্ছে । এমন সময় পূর্বের ন্যায় আমি আমার সকল নেতা কর্মী ভাই বোনদের পাশে এসে দাড়িয়েছি। সকল হুমকী ধমকি উপেক্ষা করে তাদের সাথে আছি এবং আগামীতেও থাকতে চাই।
আন্দোলনকে সফল করতে যখন মাঠে নেতাকর্মীদের দেখা মিলছে না এমন সময় আজ (২৯ নভেম্বর) অবৈধ তফসিল বাতিল ও অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবীতে দেশব্যাপী ৮ম দফার সর্বাত্বক অবরোধে নেত্রকোনা জেলার রামপুর-ময়মনসিংহ মহাসড়কের বৈখরহাটি বাজার সংলগ্ন মহাসড়কে সকাল ৮ টায় কেন্দুয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং একাধিক মামলার হুলিয়া মাথায় নিয়ে রাস্তা অবরোধ, পিকেটিং ও মিছিলের নেতৃত্ব দেন নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জন নন্দিত এই বি এন পি নেতা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে সিইসি’র পদত্যাগ দাবী করা হয় এবং প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলের দাবী জানানো হয়।