
আদর সোহাগ করে খোকা
পুষতো এক পাখি
পাখিটি সারাদিন
করতো ডাকাডাকি
পাখিটির সাথে
বলতো মনের কথা
কতো কিছু কিনে দিতো
যেতো নিয়ে মেলায়
পায়ে দিলো সোনার নুপুর
বাজতো ঝুমুর ঝুমুর
দুধ কলা খাওয়াতো খোকা মুখে দিতো তুলে
তবুও পাখি খোকাকে গিয়েছিলো ভুলে
হঠাৎ করে উড়ে গেলো খাঁচা রইলো পরে
অনেক দিন হলো পাখি গেল চলে
এখনো খোকা বনে গিয়ে পাখিটাকে খোঁজে।
বনের দ্বারে গিয়ে খোকা হু হু করে কাদে