
আসন্ন সংসদ নির্বাচনের বিরোধিতা করে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এর ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহবান জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার থেকে শান্তিপূর্নভাবে রাজধানী এবং দেশের বিভিন্ন জেলায় তারা লিফলেটে বিতরণ ও গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচী পালন করছে তারা।
বিএনপি ছাড়াও অন্যান্য সমমনা দল যেমন ১২ দলীয় জোট,এলডিপি,গনতন্ত্র মঞ্চ ও গন ফোরামের একাংশ তাদের এই আন্দোলনকে সমর্থন করে ভোট বর্জনের আহ্বান জানিয়ে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে। এদিকে শুক্রবার সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় যুবদল,জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জিয়া মঞ্চ সহ অন্যান্য সংগঠন গুলো পৃথক ভাবে গনসংযোগ করে অসহোযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে।
অনলাইনে ভিডিও বার্তার মাধ্যমে সংবাদ সম্মেলন করে এই আন্দোলন সফল করার জন্য দেশের সকল জনগনকে উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর।