দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় বিপুল আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারনা। শুক্রবার সকাল থেকেই প্রার্থীরা যার যার নেতাকর্মীদের নিয়ে গন সংযোগ করছেন নিজ নিজ এলাকায়।
বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক অবায়দুল কাদের তার নিজ এলাকা নোয়াখালীতে আজ এক বিশাল জনসভায় নির্বাচনী বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে এবং গনতন্ত্র টিকিয়ে রাখতে ৭ ই ডিসেম্বর দলে দলে ভোট কেন্দ্রে এসে সবাই সকাল সন্ধ্যা ভোট দিবেন।
এদিকে নির্বাচনে অংশ গ্রহনকারী অন্যান্য দল সহ সতন্ত্র প্রার্থীরাও তাদের প্রচারনা ও গন সংযোগ শুরু করেছে। আওয়ামীলীগের শামীম ওসমান, ঈগল এর এ কে আজাদ এবং পিছিয়ে নেই হিরো আলম এর ডাব সহ অন্যান্যরাও।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd