
২৩ ডিসেম্বর ডাইনামিক কনজ্যুমার এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর পদন্নোতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজধানীর ধানমন্ডির প্রধান শাখার কনফারেন্স মিটিং রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমেে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লা রিজিয়নের সেলস্ ম্যানেজার জনাব রুহুল আমিনকে পদোন্নতি দিয়ে “সিনিয়র সেলস্ ম্যানেজার” হিসেবে কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়নের দ্বায়িত্ব অর্পন করা হয়।
এছাড়া সিলেট রিজিয়নের সেলস্ ম্যানেজার জনাব রাকিবুর রহমানকে পদোন্নতি দিয়ে “সিনিয়র সেলস্ ম্যানেজার” হিসেবে সিলেট, বরিশাল ও ফরিদপুর রিজিয়নের দ্বাযিত্ব অর্পন করা হয়। উক্ত দুইজন কর্মকর্তা আজ ধানমন্ডিস্হ হেড অফিসে ডাইনামিক গ্রুপের এমডি রোটারিয়ান এম. নাজমুল হাসান ও ডিএমডি জনাব আবু জাফর মনসুর আহমেদ এর নিকট হইতে তাদের পদোন্নতি পত্র গ্রহন করে নতুন দ্বায়িত্ব বুঝে নেন।
পদোন্নতি প্রাপ্ত সিনিয়র কর্মকর্তাদ্বয় ডাইনামিকের পরিক্ষীত ও নিবেদিতপ্রান কর্মী। তারা কোম্পানীর আস্হা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত কর্মকর্তাদের প্রতি দোয়া ও সর্বাত্নক মঙ্গল কামনা করে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছেন ডাইনামিক কনজ্যুমার এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর এমডি রোটারিয়ান এম. নাজমুল হাসান ও ডিএমডি জনাব আবু জাফর মনসুর আহমেদ।
-বিজ্ঞপ্তি