এ বছর শাহরুখের তৃতীয় আলোড়ন সৃষ্টিকারী সিনেমা ‘ডাঙ্কি’ ইতিমধ্যেই বিনোদন জগতে ব্যাপক সাড়া ফেলেছে। রাজ কুমার হিরানী পরিচালিত সিনেমাটি ইতোমধ্যেই আবারো কেড়ে নিয়েছে শত কোটি ফ্যানদের হৃদয়। একের পর এক সিনেমা মুক্তি দিয়ে আলোচনার ব্লকবাস্টার চার্টের তুঙ্গে রয়েছেন আবারো বলিউডের কিং খান খ্যাত ৫৮ বছর বয়সী এই অভিনেতা।
এ বছরের শুরুতে মুক্তি পেয়েছিলো ‘পাঠান’ এরপর বছরের মাঝামাঝি বিশ্বব্যাপী ঝড় তুলে দেয় ‘জাওয়ান’ সিনেমা। বক্স অফিসে নজর কাড়া সাফল্যের নজির সৃষ্টি করে এই সিনেমা দুটি। বরাবরের মতো এবারো তাই শাহ্রুখ প্রেমীরা ‘ডাঙ্কি’ নিয়ে বেশ আশাবাদী। বাংলাদেশের সিনেপ্লেক্স গুলোতেও একই সাথে মুক্তি পেয়েছে সিনেমাটি। ইতোমধ্যেই মুক্তির আগে থেকেই হল গুলোড় সব টিকেট সোল্ড আউট হয়ে যায়।
চলতি বছরে মুক্তি প্রাপ্ত ব্যাবসার সেরাদের প্রথম স্থানে রয়েছে ‘জওয়ান’, এবং ‘পাঠান’, দ্বিতীয় স্থানে রয়েছে রনবীর কাপুর অভীনিত ‘অ্যানিম্যাল’। মুক্তি পেয়ে প্রথম দিনেই জওয়ান’ আয় করেছিল ৬৫ কোটি। ‘অ্যানিম্যাল’ ৬০ কোটি । সে তুলনায় ‘ডাঙ্কি’ অনেকটাই পিছিয়ে। প্রথম দিনে আয় করেছে ৩০ কোটি রুপি।
তবে যাই হোক বাংলাদেশ এর সিনেপ্লেক্স গুলো ঘুরে কিন্তু দেখা গেলো ভিন্নচিত্র। বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা সিনেপ্লেক্স সহ দেশের বেশকিছু জেলায় অবস্থিত সিনেপ্লেক্স গুলোতে শাহ্রুখ ফ্যানদের উপচে পড়া ভির নজরে এসেছে। সিনেমা শুরু হবার প্রায় দুই ঘন্টা আগে থেকেই পুরো হাউজফুল যাচ্ছে প্রতিটি শো। তাছাড়া সিনেমা দেখে বের হওয়া দু একজন ছাড়া বেশিরভাগ দর্শকরা বলছেন তারা অনেক আনন্দিত সিনেমাটি দেখে।
অন্যদিকে একই সাথে এক দিনের ব্যাবধানে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ‘সালার’। দুটি সিনেমা দুই ধরনের ঘরানার হলেও বক্স অফিসে ‘ডাঙ্কি’র সাথে চ্যালেঞ্জ বিট করবে ‘সালার’। এখন শুধু দেখার অপেক্ষা এক দিকে বলিউড কিং শাহ্রুখ খান নাকি সাউথ এর কেজিএফ খ্যাত একশন হিরো প্রভাস করবে বাজিমাত !