
মাঝে প্রায় দুই বছরের অপেক্ষা শেষে দর্শকদের সামনে ফের হাজির হলেন ভয়ংকর ওসি হারুন। শনিবার (২৫ মার্চ) বিকালে প্রকাশ হলো সিরিজটির দ্বিতীয় সিজনের টিজার। যেখানে যথারীতি চমকে দিলেন ওসি হারুন। ভয়েস ওভারে বলে গেলেন এই শহরের নির্মম বাস্তবতার গল্প এবং সেটিকে মোকাবিলা করার স্টেটমেন্ট। আশফাক নিপুণের ঈদের বিশেষ চমক হিসেবে হইচই মুক্তি দিচ্ছে ‘মহানগর ২’। তবে এই সিজনে ওসি হারুনের সঙ্গে নতুন-পুরনো মিলিয়ে আর কারা অভিনয় করছেন, সেটি এখনও প্রকাশ করেননি নিপুণ কিংবা হইচই কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, চমক থাকছে আরও। যা ক্রমশ প্রকাশ্য বলে জানান নির্মাতা।