বাজারের বেহাল দশা, স্বস্তি নেই রোজা রেখেও !

রোজার বাজারে ইফতারে প্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় স্বস্তি মিলছে না নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। রমজানের শুরু থেকেই বেশিরভাগ পণ্যের দামই কিছুটা বেড়েছে।

রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে। এদিকে তাপমাত্রা বেশি হওয়ায় পবিত্র রমজান উপলক্ষে ইফতারি পণ্য হিসেবে রসালো ও সুমিষ্ট নানান মৌসুমি ফলের মধ্যে তরমুজের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কেজি দরে তরমুজ বিক্রি করছেন। আকারভেদে প্রতি কেজি তরমুজ ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অথচ মূল আড়ৎ ও পাইকারি মোকামগুলো ঘুরে দেখা যায় পিস প্রতি কিনে আনছেন তারা। প্রতি পিস সবচেয়ে বড় সাআইজের ৮-১০ কেজি ওজনের কেনা দাম পরছে ২৫০ থেকে ৩৫০ টাকা কিন্তু কেজি দরে করলে সে দাম ভোক্তা পর্যায়ে দাড়াচ্ছে ৭০০ থেকে ৮০০  টাকা  পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে,  খুচরা পর্যায়ে দেশি শসা ১০০ টাকা কেজি দরে, হাইব্রিড শসা ৮০ টাকা, গোল বেগুন (সবুজ) ৪০-৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, টমেটো ৬০ টাকা ও কাঁচা টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কিছুদিনআগেও একই বাজারে দেশি শসার কেজি ৭০-৮০ টাকা, হাইব্রিডের শসা ৭০ টাকা, গোল বেগুন (সবুজ) ৩০-৩৫ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা ও কাঁচা টমেটো ৩০ টাকা ছিল ।

বড় আকারের এলাচ লেবুর দাম প্রতি পিস ২৫ টাকা, যা দুই দিন আগে ছিল ২০ টাকা। আর মাঝারি আকার ও গোল লেবুর পিস ১৫ টাকা। কাঁচামরিচের কেজি ৮০-৯০ টাকা। আর ধনিয়া পাতার ৮০ টাকা কেজি।

খেজুরের সর্বনিম্ন দাম কেজিপ্রতি ২০০ টাকা থেকে শুরু করে জাতভেদে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত আছে কারওয়ান বাজারে। এর মধ্যে জাহিদি খেজুরের দাম কেজিপ্রতি ২০০-২৮০ টাকা, খুরমা খেজুর ৩৫০-৪০০ টাকা, দাবাস খেজুর ৪৫০ টাকা, বরই খেজুর ৪৫০-৫০০ টাকা, মাশরুক খেজুর ৭০০-৮০০ টাকা, সৌদি মরিয়ম খেজুর ৯০০ থেকে এক হাজার টাকা, আজুয়া খেজুর এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা, মেডজুল জাম্বু খেজুর এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা।

সব মিলিয়ে বলতে গেলে রমযানে সবকিছুর দাম সাধারন ক্রেতাদের নাগালের বাইরে। বাজারের বেহাল দশা, স্বস্তি নেই কেউই রোজা রেখেও !

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজারের বেহাল দশা, স্বস্তি নেই রোজা রেখেও !

আপডেট সময় : ১০:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

রোজার বাজারে ইফতারে প্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় স্বস্তি মিলছে না নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। রমজানের শুরু থেকেই বেশিরভাগ পণ্যের দামই কিছুটা বেড়েছে।

রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে। এদিকে তাপমাত্রা বেশি হওয়ায় পবিত্র রমজান উপলক্ষে ইফতারি পণ্য হিসেবে রসালো ও সুমিষ্ট নানান মৌসুমি ফলের মধ্যে তরমুজের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কেজি দরে তরমুজ বিক্রি করছেন। আকারভেদে প্রতি কেজি তরমুজ ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অথচ মূল আড়ৎ ও পাইকারি মোকামগুলো ঘুরে দেখা যায় পিস প্রতি কিনে আনছেন তারা। প্রতি পিস সবচেয়ে বড় সাআইজের ৮-১০ কেজি ওজনের কেনা দাম পরছে ২৫০ থেকে ৩৫০ টাকা কিন্তু কেজি দরে করলে সে দাম ভোক্তা পর্যায়ে দাড়াচ্ছে ৭০০ থেকে ৮০০  টাকা  পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে,  খুচরা পর্যায়ে দেশি শসা ১০০ টাকা কেজি দরে, হাইব্রিড শসা ৮০ টাকা, গোল বেগুন (সবুজ) ৪০-৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, টমেটো ৬০ টাকা ও কাঁচা টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কিছুদিনআগেও একই বাজারে দেশি শসার কেজি ৭০-৮০ টাকা, হাইব্রিডের শসা ৭০ টাকা, গোল বেগুন (সবুজ) ৩০-৩৫ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা ও কাঁচা টমেটো ৩০ টাকা ছিল ।

বড় আকারের এলাচ লেবুর দাম প্রতি পিস ২৫ টাকা, যা দুই দিন আগে ছিল ২০ টাকা। আর মাঝারি আকার ও গোল লেবুর পিস ১৫ টাকা। কাঁচামরিচের কেজি ৮০-৯০ টাকা। আর ধনিয়া পাতার ৮০ টাকা কেজি।

খেজুরের সর্বনিম্ন দাম কেজিপ্রতি ২০০ টাকা থেকে শুরু করে জাতভেদে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত আছে কারওয়ান বাজারে। এর মধ্যে জাহিদি খেজুরের দাম কেজিপ্রতি ২০০-২৮০ টাকা, খুরমা খেজুর ৩৫০-৪০০ টাকা, দাবাস খেজুর ৪৫০ টাকা, বরই খেজুর ৪৫০-৫০০ টাকা, মাশরুক খেজুর ৭০০-৮০০ টাকা, সৌদি মরিয়ম খেজুর ৯০০ থেকে এক হাজার টাকা, আজুয়া খেজুর এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা, মেডজুল জাম্বু খেজুর এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা।

সব মিলিয়ে বলতে গেলে রমযানে সবকিছুর দাম সাধারন ক্রেতাদের নাগালের বাইরে। বাজারের বেহাল দশা, স্বস্তি নেই কেউই রোজা রেখেও !