তুর্কমেনিস্তানকে ৬ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ১৬৮৭ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের জানান বিসার স্টেডিয়ামে আজ বুধবার এই জয় এসেছে।

বাংলাদেশ নারী ফুটবল দল বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান মানের। সেটা আরও একবার প্রমাণ হয়েছে। সানজিদা-কৃষ্ণাদের উত্তরসূরি রুমাদের বিদেশের মাটিতে অভিষেকটা রঙিন হলো। ঢাকায় সাফের দুই টুর্নামেন্ট খেললেও দেশের বাইরের যাত্রা এবারই প্রথম তাদের।

বিদেশে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে রুমারা। ম্যাচের প্রথমার্ধেই জয়ের ভিত রচনা করেছিলেন ছোটনের শিষ্যরা। ৩-০ গোলের লিড নিয়েছিল তারা। ম্যাচের ৫ মিনিটের মধ্যেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। তৃতীয় মিনিটে পূজা দাস ও পাঁচ মিনিটের সময় থুইনু মারমা গোল করেন।

৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের পরের অর্ধে বাংলাদেশ আরও তিন গোল করে। ৫৩ মিনিটে থুইনু মারমা নিজের জোড়া ও দলের চতুর্থ গোল করেন।

৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতি পেনাল্টি থেকে স্কোরলাইন ৫-০ করেন। ৮২ মিনিটে আরেকটি পেনাল্টি পায় বাংলাদেশ। বদলি ফুটবলার শ্রীমতি কৃষ্ণা গোল করলে অর্ধ ডজন গোলের জয় পায় লাল-সবুজরা।

তুর্কমেনিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৮ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশেরও। ওই ম্যাচে সিঙ্গাপুর পয়েন্ট হারালে বা ৬ গোলের কম ব্যবধানে জিতলে বাংলাদেশ পরের ম্যাচে ড্র করলেই বাছাইয়ের পরের পর্বে যাবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুর্কমেনিস্তানকে ৬ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের জানান বিসার স্টেডিয়ামে আজ বুধবার এই জয় এসেছে।

বাংলাদেশ নারী ফুটবল দল বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান মানের। সেটা আরও একবার প্রমাণ হয়েছে। সানজিদা-কৃষ্ণাদের উত্তরসূরি রুমাদের বিদেশের মাটিতে অভিষেকটা রঙিন হলো। ঢাকায় সাফের দুই টুর্নামেন্ট খেললেও দেশের বাইরের যাত্রা এবারই প্রথম তাদের।

বিদেশে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে রুমারা। ম্যাচের প্রথমার্ধেই জয়ের ভিত রচনা করেছিলেন ছোটনের শিষ্যরা। ৩-০ গোলের লিড নিয়েছিল তারা। ম্যাচের ৫ মিনিটের মধ্যেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। তৃতীয় মিনিটে পূজা দাস ও পাঁচ মিনিটের সময় থুইনু মারমা গোল করেন।

৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের পরের অর্ধে বাংলাদেশ আরও তিন গোল করে। ৫৩ মিনিটে থুইনু মারমা নিজের জোড়া ও দলের চতুর্থ গোল করেন।

৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতি পেনাল্টি থেকে স্কোরলাইন ৫-০ করেন। ৮২ মিনিটে আরেকটি পেনাল্টি পায় বাংলাদেশ। বদলি ফুটবলার শ্রীমতি কৃষ্ণা গোল করলে অর্ধ ডজন গোলের জয় পায় লাল-সবুজরা।

তুর্কমেনিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৮ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশেরও। ওই ম্যাচে সিঙ্গাপুর পয়েন্ট হারালে বা ৬ গোলের কম ব্যবধানে জিতলে বাংলাদেশ পরের ম্যাচে ড্র করলেই বাছাইয়ের পরের পর্বে যাবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।