
পশ্চিম লিবিয়ায় উপকূলের কাছে ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৭টি মরদেহ উপকূলে ভেসে এসেছে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।জীবিত উদ্ধার হওয়া এক ব্যক্তি জানান, ডুবে যাওয়া নৌকাগুলোর একটিতে ৮০ জনের মতো যাত্রী ছিল। সেটি সোমবার দিবাগত রাত ২টার দিকে ডুবে যায়।
কোস্টগার্ড কর্মকর্তা ফাথি আল-জায়ানি জানিয়েছেন, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে একটি শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শরণার্থীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসরের ছিলেন।
ত্রিপোলির পশ্চিমে উপকূলীয় শহর সাবরাথার এক রেড ক্রিসেন্ট কর্মী জানান, পাঁচ দিন আগে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ ৪৬টি মরদেহ উদ্ধার করেছে।
তিনি জানান, আগামীতে আরও মরদেহ ভেসে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।