আরোও এক বছর মহাপরিচালক এম খুরশীদ হোসেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ১৬৯৭ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় আগামী ৪ জুন অবসরে যাওয়ার কথা ছিল বিসিএস পুলিশ ক্যাডারের ১২ ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের। তবে আজকের প্রজ্ঞাপনে তার চাকরির মেয়াদ এক বছর বাড়ানোয় তিনি ২০২৪ সালের ৫ জুন পর্যন্ত র‌্যাবের ডিজি হিসেবে তিনি দ্বায়িত্ব পালন করবেন। ফলে তিনিই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত র‌্যাবপ্রধানের দায়িত্বে থাকছেন।

র‌্যাব ডিজির চাকরির মেয়াদ এক বছর যে বাড়ছে, তা গত ১৯ মে দৈনিক কালবেলায় এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। তার চার দিনের মাথায় এই প্রজ্ঞাপন জারি করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘র‌্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী ৫ জুন, ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ববেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’ চুক্তিভিত্তিক এই নিয়োগের ফলে তার অবসর-উত্তর ছুটি ও তদ্‌সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, র‌্যাবে এই প্রথম কোনো মহাপরিচালক চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তার পুলিশপ্রধানের পদে থাকার কথা রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরোও এক বছর মহাপরিচালক এম খুরশীদ হোসেন

আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় আগামী ৪ জুন অবসরে যাওয়ার কথা ছিল বিসিএস পুলিশ ক্যাডারের ১২ ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের। তবে আজকের প্রজ্ঞাপনে তার চাকরির মেয়াদ এক বছর বাড়ানোয় তিনি ২০২৪ সালের ৫ জুন পর্যন্ত র‌্যাবের ডিজি হিসেবে তিনি দ্বায়িত্ব পালন করবেন। ফলে তিনিই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত র‌্যাবপ্রধানের দায়িত্বে থাকছেন।

র‌্যাব ডিজির চাকরির মেয়াদ এক বছর যে বাড়ছে, তা গত ১৯ মে দৈনিক কালবেলায় এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। তার চার দিনের মাথায় এই প্রজ্ঞাপন জারি করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘র‌্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী ৫ জুন, ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ববেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’ চুক্তিভিত্তিক এই নিয়োগের ফলে তার অবসর-উত্তর ছুটি ও তদ্‌সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, র‌্যাবে এই প্রথম কোনো মহাপরিচালক চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তার পুলিশপ্রধানের পদে থাকার কথা রয়েছে।