
স্থগিত হয়েছে জামায়াতে ইসলামীর আজকের বিক্ষোভ মিছিল ও । জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ আজ এক সংবাদ সম্মেলনে কর্মসূচি স্থগিত করার এই ঘোষণা দেন।
নতুন করে আগামী ১০ জুন (শনিবার) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
পুলিশ কর্মদিবস ও অফিস আদালত খোলা থাকার যুক্তি দেখিয়ে তাদের এ কর্মসূচির অনুমতি দেয়নি, সে কারণে জামায়াত কর্মসূচি স্থগিত করে সাপ্তাহিক ছুটির দিনে আগামী শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
উল্যেখ্য সোমবার ঢাকায় পুলিশের নিষেধাজ্ঞার পরেও জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা থাকলেও আজ তা স্থগিত করা হয়।