কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের পরিকল্পনা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর টিসিবি ভবনে কারওয়ান বাজারের ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন,

পৃথিবীর কোনও উন্নত দেশের রাজধানীর মাঝখানে পচনশীল পণ্যের পাইকারি কাঁচাবাজার নেই। তাই স্মার্ট বাংলাদেশে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি কাঁচাবাজার থাকতে পারে না। ঠিক সে কারণেই কারওয়ান বাজারে কোনও কাঁচাবাজার থাকবে না। উন্নত দেশের পাইকারি মার্কেটগুলো পরিদর্শন করেছি। পর্যাপ্ত খালি জায়গাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করে মার্কেটের ডিজাইন করা হবে। কারওয়ান বাজার এর ঠিকানা অন্য কোথাও স্থানান্তরের উদ্দেশ্যে এইসভার আয়োজন করা হয়। আতিকুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ কারওয়ান বাজারের মার্কেট যেকোনো সময় ভেঙে পড়তে পারে। মার্কেট ধসে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার দায়িত্ব কে নেবে? ক্রেতা-বিক্রেতার জানমালের নিরাপত্তা স্মার্ট বাংলাদেশে নিশ্চিত করতে হবে।

স্থানীয় তিনজন কাউন্সিলর, কারওয়ান বাজারের সুপার মার্কেট ও কাঁচাবাজার মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির নেতা ও ডিএনসিসির কর্মকর্তা নিয়ে ১১ সদস্যের কমিটি গঠিত হবে। ১৫ দিনের মধ্যে কারওয়ান বাজার স্থানান্তরের সার্বিক তথ্য নিয়ে প্রতিবেদন জমা দিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৬০ কোটি টাকা বরাদ্দে কারওয়ান বাজার সরানোর জন্য যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালীতে মার্কেট নির্মিত হবে যাতে দক্ষিণের জেলা থেকে আসা মাল ও পণ্য ঢাকা শহরের দক্ষিণ প্রান্তে এবং বঙ্গবন্ধু সেতু দিয়ে আসা সকল চালান ঢাকার উত্তর প্রান্তের বাজারে থাকবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ। এই সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লা, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মিতু আক্তার।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের পরিকল্পনা

আপডেট সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর টিসিবি ভবনে কারওয়ান বাজারের ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন,

পৃথিবীর কোনও উন্নত দেশের রাজধানীর মাঝখানে পচনশীল পণ্যের পাইকারি কাঁচাবাজার নেই। তাই স্মার্ট বাংলাদেশে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি কাঁচাবাজার থাকতে পারে না। ঠিক সে কারণেই কারওয়ান বাজারে কোনও কাঁচাবাজার থাকবে না। উন্নত দেশের পাইকারি মার্কেটগুলো পরিদর্শন করেছি। পর্যাপ্ত খালি জায়গাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করে মার্কেটের ডিজাইন করা হবে। কারওয়ান বাজার এর ঠিকানা অন্য কোথাও স্থানান্তরের উদ্দেশ্যে এইসভার আয়োজন করা হয়। আতিকুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ কারওয়ান বাজারের মার্কেট যেকোনো সময় ভেঙে পড়তে পারে। মার্কেট ধসে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার দায়িত্ব কে নেবে? ক্রেতা-বিক্রেতার জানমালের নিরাপত্তা স্মার্ট বাংলাদেশে নিশ্চিত করতে হবে।

স্থানীয় তিনজন কাউন্সিলর, কারওয়ান বাজারের সুপার মার্কেট ও কাঁচাবাজার মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির নেতা ও ডিএনসিসির কর্মকর্তা নিয়ে ১১ সদস্যের কমিটি গঠিত হবে। ১৫ দিনের মধ্যে কারওয়ান বাজার স্থানান্তরের সার্বিক তথ্য নিয়ে প্রতিবেদন জমা দিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৬০ কোটি টাকা বরাদ্দে কারওয়ান বাজার সরানোর জন্য যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালীতে মার্কেট নির্মিত হবে যাতে দক্ষিণের জেলা থেকে আসা মাল ও পণ্য ঢাকা শহরের দক্ষিণ প্রান্তে এবং বঙ্গবন্ধু সেতু দিয়ে আসা সকল চালান ঢাকার উত্তর প্রান্তের বাজারে থাকবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ। এই সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লা, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মিতু আক্তার।