
শিরোনাম দেখেই চমকে গিয়েছেন? চমকের আরো কিছু বাকি আছে এখনো! নতুন চমক আর আইটেম গানে ঝড় তুলতে আসছে হালের সেলিব্রেটি পরিচালক রায়হান রাফির “সুড়ঙ্গ” সিনেমাটি। আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে “সুড়ঙ্গ”। সম্প্রতি নেট দুনিয়ায় প্রায় সকল তারকার ফেসবুক পেজে শোভা পাচ্ছে আফরান নিশো অভিনীত প্রথম চলচিত্র সুড়ঙ্গের টিজার। ‘সুড়ঙ্গ’ দিয়ে সিনেমাতে অভিষেক হচ্ছে তার । এরই সাথে নতুন করে যোগ হলো নুসারাত ফারিয়ার আইটেম সং। গানের শিরোনাম ‘কলিজা আর জান’। রাসেল মাহমুদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। মার্চ থেকে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সবশেষ ঢাকাতে এর শুটিং শেষে আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয় এবং সিনেমাটির টিজার সাড়া ফেলে অন্তর্জালে। দেশের চলচ্চিত্র ও টেলিভিশন তারকারা নিজ নিজ সোশ্যাল মিডিয়াতে টিজার শেয়ার দিয়ে নিজেদের ভালো লাগা এবং সিনেমাটির জন্য শুভকামনা জানান যা বিরল ঘটনা! আফরান নিশো ভক্তরা সারাদেশ থেকে বানান পোস্টার যা দেশে প্রথমবার।
রায়হান রাফি পরিচালিত “সুড়ঙ্গ” সিনেমাটিতে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। নাজিম উদ দৌলার গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।
অসাধারন