
আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে এশিয়া সফরে এসেছে আর্জেন্টিনা।
চীনের ভেন্যুতে প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ম্যাচের আগে চীনা সংবাদমাধ্যম টাইটান স্পোর্টসের প্রশ্ন ছিল ২০২৬ বিশ্বকাপ তিনি খেলবেন কি না ?
বিশ্বকাপজয়ী তারকার মেসির উত্তর,
‘আমার মনে হয় না। কাতার বিশ্বকাপ ছিল আমার শেষ বিশ্বকাপ। দেখা যাক সামনে কী হয়। যদিও বিশ্বকাপ খেলা আমার মূল গন্তব্য নয়। সামনের বিশ্বকাপ আমি হয়ত আর খেলছি না।’
আর কিছুদিন পরেই ৩৬ বছরে পা দেবেন মেসি। ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
২০২৬ সালের বিশ্বকাপের সময় মেসি থাকবেন ৩৯ বছরের কোঠায়।
কোচ স্কালোনির কথায় ইঙ্গিত অবশ্য ছিল অন্যরকম তাঁর মতে মেসি খেলতে পারেন ২০২৬ সালের বিশ্বকাপ।
কিন্তু মেসি নিজে অনেকটাই স্পষ্ট করেছেন বিষয়টি ।