
নাটকের এক সমালোচিত মুখ আশনা হাবীব ভাবনা। ভাবনা নানা সময়ে দেশে বিদেশের বিভিন্ন স্পটে খোলামেলা পোষাকে ছবি প্রকাশ করে আলোচিত ও সমলোচিত হন।
বর্তমান সময়ে বাংলাদেশের অভিনেত্রীর মধ্যে তিনি স্বঘোষিত ভাবেই খোলামেলা বলে পরিচিত। নাটকে এখন তার সুসময় না থাকলেও মাঝে মাঝে নিজের খোলা মেলা ছবি প্রকাশ করে তিনি আলোচনায় থাকেন ।
নির্মাতা অনিমেষ আইচ এর সাথে এক সময় খুব গভীর সম্পর্ক থাকলেও এবং সেটা বিয়েতে গড়ানোর গুঞ্জন থাকলেও এই দুইজনের আন্তরিকতা এখন আর সোশ্যাল মিডিয়াতে দেখা যায়না। বেশিরভাগ সময় তাকে সোশ্যাল মিডিয়ার পোস্টে নাচ করতে ও ছবি আঁকতে দেখা যায়। মাঝে মাঝে বইও লেখেন যা আসন্ন বই মেলায় প্রকাশ পাবে।
ইদানিং ভাবনা দুটো সিনেমায় কাজ করছেন যার একটি শুদ্ধমান চৈতন্য পরিচালিত ‘দামপাড়া’। সিনেমাটি মুক্তিযুদ্ধকালীন পুলিশের এক এসপির কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে। এবং অন্যটি হল ‘যাপিত জীবন’ পরিচালনা করেছেন তারই বাবা হাবিবুল ইসলাম হাবিব ও নির্মিত হবে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে।