
গত ১০ দিনের ব্যবধানে প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় চারজন মারা গেছেন। গত ৭ জুন (বুধবার) দিবাগত রাতে গবতি বালা ত্রিপুরা (৫০) ও দরুং ত্রিপুরা (৬০) নামের দুজনের মৃত্যু হয়।
শনিবার (১৭ জুন) ভোর ৩টার দিকে মারা যান বাহন ত্রিপুরা (৫৫) ও তার স্ত্রী মেলাতি ত্রিপুরা (৫০)। প্রতি বছর বর্ষা এলে পাহাড়ি ছড়ার পানি পান করায় বর্ষার শুরুতে ডায়রিয়া ও অন্যান্য রোগের প্রকোপ শুরু হয়। সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যাবস্থা না থাকায় বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে সেনাবাহিনী বিজিবি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সম্মিলিত চিকিৎসা সহায়তা, পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও শুকনো খাবার দেন।