
অবারিত হোক মত প্রকাশের স্বাধীনতা এই মতবাতকে সামনে রেখে সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া অডিটোরিয়ামে কৃতি সাংবাদিকদের সম্মাননা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান স্থায়ী সদস্য ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান । স্বাগত বক্তব্যে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন ‘ বর্তমানে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নেই। প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা বিগত যে কোন আমলের চেয়ে বেশি নির্যাতিত।
প্রধান অতিথির বক্তব্যে বি এন পির স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, ‘একজন সত্যিকারের সাংবাদিক সত্য প্রকাশে কখনই ভিত হন না।’ তিনি আরো বলেন , ‘সাংবাদিকদের দায়িত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সততার সঙ্গে কাজ করে যাওয়া।’ তিনি এছাড়াও কৃতি সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কর্মকর্তাদের শুভকামনা জানান । এ অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক সহ বি এন পির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।