
গত ১লা জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল আয়কর রিটার্ন জমায় ন্যূনতম ২ হাজার টাকা আয়কর দেওয়ার বাধ্যবাধকতা আরোপ। অর্থাৎ টিন সার্টিফিকেট থাকলেই প্রতি বছর আয় না থাকলেও সবাইকে ২০০০
টাকা গুণতে হবে। গতকাল অর্থবিল ২০২৩-এর সংশোধনী প্রস্তাবের তালিকায় ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর
রহমান বিলের উল্লেখিত প্যারাটি বর্জন করার প্রস্তাব দেন। অর্থমন্ত্রী এই সংশোধনীর প্রস্তাব গ্রহণ করেন। মোট ৮২টি সংশোধনীর প্রস্তাব সংসদে উপস্থাপন করলেও শুধু ২ হাজার টাকা কর বাতিলের প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবটি গতকাল রাতে
সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে এ বিল পাশ করা হয়। এখন থেকে টিন থাকলেও কাউকে আয়ের সীমা না পেরোলে কোন টাকা দিতে হবে না।