
শনিবার (১ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা কূটনীতিকদের মধ্যে প্রথমে হোলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি শ্রদ্ধা জানান।এরপর ইতালি, আমেরিকা ও জাইকার প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।