
বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে আজ সোমবার (৩ জুলাই) ভোর ৫ঃ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন মার্টিনেজ। সীমিত আকারের এই সফরে ফটোশুট, শর্ট ইন্টারভিউর মতো কার্যক্রমে অংশ নেবেন আয়োজক প্রতিষ্ঠান নেক্সট ভেনচার্সের হয়ে। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ,ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে আয়োজনকারী সংস্থা নেক্সট ভেনচার্স। সেখানকার অনুষ্ঠান শেষে মার্টিনেজ গণভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে আজ বিকালেই কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের।