
জরিমানার কবলে নেইমার
ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ি সংলগ্ন কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করায় বেশ বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হচ্ছেন নেইমার।
পরিষ্কার পানির উৎসে বাধা সৃষ্টি করাসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি ৬৫ লাখ টাকারও বেশি।
২০১৬ সালে ব্রাজিলের প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে মাঙ্গারাটিবা পর্যটন নগরীতে নিজের জন্য ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছিলেন নেইমার। সেখানেই তিনি ওই কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছিলেন। সেটিই নজরে আসে স্থানীয় প্রশাসনের। বুধবার ব্রাজিলের সাও পাওলো নগর কর্তৃপক্ষ এই জরিমানার আদেশ দিয়েছেন।
তবে শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার।