
আজ মঙ্গলবার (৪ জুলাই) থেকে এডিস মশার প্রজননস্থল নিধনে তিন দিনব্যাপী চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি। দক্ষিণ সিটির ২৫টি ওয়ার্ডে ৩ দিনব্যাপী এই বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হবে। সকাল ১০টায় ৪১ নম্বর ওয়ার্ডের বলধা গার্ডেন এলাকায় এই অভিযানের উদ্বোধন করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘হটস্পট চিহ্নিত করে অভিযান শুরু হয়েছে। আগামী তিন দিন অভিযান চলমান থাকবে। মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
কিন্তু ফগিংয়ের মাধ্যমে ধোঁয়া দিয়ে পরিপক্ব মশা মারার পদ্ধতি ভুল বলে মত বিশেষজ্ঞদের। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সেই নিয়মে এবারও মশার ‘হটস্পট’ ধ্বংসে কাজ করছে। এতে মশা মরা তো দূরের কথা, উল্টো অর্থ নষ্ট হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন । কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘এই মুহূর্তে ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে বিজ্ঞানভিত্তিকভাবে এডিস মশা নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রয়োজন। আগামী দুই মাস স্থানীয় সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি জনসাধারণকেও সরাসরি সম্পৃক্ত করে হটস্পট ম্যানেজমেন্টের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমও চালাতে হবে।’
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২২ সালে ডেঙ্গুতে মোট ৬২ হাজার ৩৮২ জন আক্রান্ত হয় এবং ২৮১ জন মারা যায়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ১৯৩ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৫৬ জন।