
সম্প্রতি সুইডেনে একটি মসজিদের সামনে আন্দোলনকারীরা কোরআন পুড়িয়ে বিক্ষোভ করলেও সুইডেনের প্রশাসন তাদের বিরুদ্ধে নিশ্চুপ থাকে। পাকিস্তানসহ মুসলিম বিশ্বের একাধিক দেশ ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানায়। সুইডেনের দক্ষিণপন্থি সরকারও মনে করে কোরআন পোড়ানোর ঘটনাটি কাম্য নয়। কিন্তু তাদের বক্তব্য, সংবিধান সকলকে বিক্ষোভ দেখানোর অধিকার দিয়েছে। কোরআন পুড়িয়ে যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদেরও সাংবিধানিক অধিকার আছে। সেকারণেই তাদের বাধা দেয়া হয়নি। ডয়চে ভেলে জানায়, কোরআন পোড়ানো নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপে বিশেষ বৈঠক শুরু হয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের মঞ্চে। আগামী শুক্রবার পর্যন্ত অন্য দেশগুলো তাদের বক্তব্য জানাবে এবং একটি সিদ্ধান্ত নেওয়া অব্দি এই বৈঠক চলবে।