
আজ রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। আজ বুধবার দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা ও নিমতলা, শ্রীনগর উপজেলার দোহার বাইপাস ও ছনবাড়ি, লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা ও পুরাতন ফেরিঘাট পয়েন্টে পুলিশের অবস্থান।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বলেন, ‘ঢাকায় বিএনপির প্রোগ্রামের বিষয়ে আমাদের কোন কার্যক্রম নেই। আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে দায়িত্ব পালন করছে।’
উল্লেখ্য, রাজধানীতে সমাবেশের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে ‘একদফা’ আন্দোলনের ঘোষণা দেয়। এই জনসভা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলন শুরুর কর্মসূচি ঘোষণা করেন।