মিস নেদারল্যান্ডস নির্বাচিত হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ১৭৫৩ বার পড়া হয়েছে

“মিস নেদারল্যান্ডস ২০২৩” -এর খেতাব জিতে নজির গড়লেন ২২ বছর বয়সী রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে। প্রথম কোনও রূপান্তরকামী মডেল এই খেতাব জয় করলেন বলে তাঁকে নিয়ে চমক ও আলোচনা – দুইই বেশি। এর আগে ২০১৮ সালে স্পেনের অঞ্জেলা পোনস প্রথমবার কোনো রূপান্তরকামী মডেল হিসেবে কোনও বিউটি পেজেন্টে অংশ নেন এবং ইতিহাস তৈরি করেন। আসন্ন ৭২তম মিস ইউনিভার্সের জন্য নেদারল্যান্ডসের হয়ে লড়াই করবেন রিকি।

রিকি এই খেতাব জয় করে তার কমিউনিটির আরও বহু মানুষকে যে অনুপ্রাণিত করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।এককথায় তিনি সাহস জুগিয়েছেন যারা এই পেজেন্টে আসতে চায় এবং মডেল হিসেবে নিজেদের স্বপ্নপূরণ করতে চায়। পেজেন্ট জয়ের পরপরই, জয়ের মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন রিকি। পোস্টের ক্যাপশনে লেখেন, আমি পেরেছি।

এবারের এই বিউটি পেজেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাথালি মোগবেলজাদা। মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার পেয়েছেন লৌ দির্চা। হাবিবা মোস্তফা জয় করেছেন মিস কনজেননিয়ালিটি খেতাব।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস নেদারল্যান্ডস নির্বাচিত হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি

আপডেট সময় : ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

“মিস নেদারল্যান্ডস ২০২৩” -এর খেতাব জিতে নজির গড়লেন ২২ বছর বয়সী রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে। প্রথম কোনও রূপান্তরকামী মডেল এই খেতাব জয় করলেন বলে তাঁকে নিয়ে চমক ও আলোচনা – দুইই বেশি। এর আগে ২০১৮ সালে স্পেনের অঞ্জেলা পোনস প্রথমবার কোনো রূপান্তরকামী মডেল হিসেবে কোনও বিউটি পেজেন্টে অংশ নেন এবং ইতিহাস তৈরি করেন। আসন্ন ৭২তম মিস ইউনিভার্সের জন্য নেদারল্যান্ডসের হয়ে লড়াই করবেন রিকি।

রিকি এই খেতাব জয় করে তার কমিউনিটির আরও বহু মানুষকে যে অনুপ্রাণিত করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।এককথায় তিনি সাহস জুগিয়েছেন যারা এই পেজেন্টে আসতে চায় এবং মডেল হিসেবে নিজেদের স্বপ্নপূরণ করতে চায়। পেজেন্ট জয়ের পরপরই, জয়ের মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন রিকি। পোস্টের ক্যাপশনে লেখেন, আমি পেরেছি।

এবারের এই বিউটি পেজেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাথালি মোগবেলজাদা। মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার পেয়েছেন লৌ দির্চা। হাবিবা মোস্তফা জয় করেছেন মিস কনজেননিয়ালিটি খেতাব।