
“মিস নেদারল্যান্ডস ২০২৩” -এর খেতাব জিতে নজির গড়লেন ২২ বছর বয়সী রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে। প্রথম কোনও রূপান্তরকামী মডেল এই খেতাব জয় করলেন বলে তাঁকে নিয়ে চমক ও আলোচনা – দুইই বেশি। এর আগে ২০১৮ সালে স্পেনের অঞ্জেলা পোনস প্রথমবার কোনো রূপান্তরকামী মডেল হিসেবে কোনও বিউটি পেজেন্টে অংশ নেন এবং ইতিহাস তৈরি করেন। আসন্ন ৭২তম মিস ইউনিভার্সের জন্য নেদারল্যান্ডসের হয়ে লড়াই করবেন রিকি।
রিকি এই খেতাব জয় করে তার কমিউনিটির আরও বহু মানুষকে যে অনুপ্রাণিত করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।এককথায় তিনি সাহস জুগিয়েছেন যারা এই পেজেন্টে আসতে চায় এবং মডেল হিসেবে নিজেদের স্বপ্নপূরণ করতে চায়। পেজেন্ট জয়ের পরপরই, জয়ের মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন রিকি। পোস্টের ক্যাপশনে লেখেন, আমি পেরেছি।
এবারের এই বিউটি পেজেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাথালি মোগবেলজাদা। মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার পেয়েছেন লৌ দির্চা। হাবিবা মোস্তফা জয় করেছেন মিস কনজেননিয়ালিটি খেতাব।