রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জারা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAid এর এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

বুধবার (১০ জুলাই) সকাল ১০: ৪৫ এ প্রতিনিধিদল ক্যাম্প- ৯ এ প্রথমে ইউএনএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন । সেখানে তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর প্রতিনিধিদল ক্যাম্প-১১ তবে Action Aid এর অফিসে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সাথে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসন সহ নানা বিষয়ে মতবিনিময় করে। এছাড়াও প্রতিনিধি দলের কাছে রোহিঙ্গারা মায়ানমারে তাদের উপর মায়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী আরোপিত বিভিন্ন বিধি নিষেধ এর বর্ণনা করেন। সভায় রোহিঙ্গারা শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে সকল অধিকার নিশ্চিতপূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন।

প্রতিনিধিদল ক্যাম্প-১৮ তে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন করেন। এরপর তাঁরা উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে তারা কক্সবাজারে RRRC এর সাথে মতবিনিময় করবেন বলে জানা যায়।

প্রতিনিধিদলটির নিরাপত্তার সার্বিক বিষয়াদি তদারকিসহ তাঁদের সাথে ৮ এপিবিএন এর পক্ষে সৌজন্য বিনিময় করেন, খন্দকার ফজলে রাব্বী, পুলিশ সুপার, ৮ এপিবিএন। এসময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ ও মোঃ রবিউল ইসলাম।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

আপডেট সময় : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জারা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAid এর এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

বুধবার (১০ জুলাই) সকাল ১০: ৪৫ এ প্রতিনিধিদল ক্যাম্প- ৯ এ প্রথমে ইউএনএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন । সেখানে তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর প্রতিনিধিদল ক্যাম্প-১১ তবে Action Aid এর অফিসে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সাথে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসন সহ নানা বিষয়ে মতবিনিময় করে। এছাড়াও প্রতিনিধি দলের কাছে রোহিঙ্গারা মায়ানমারে তাদের উপর মায়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী আরোপিত বিভিন্ন বিধি নিষেধ এর বর্ণনা করেন। সভায় রোহিঙ্গারা শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে সকল অধিকার নিশ্চিতপূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন।

প্রতিনিধিদল ক্যাম্প-১৮ তে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন করেন। এরপর তাঁরা উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে তারা কক্সবাজারে RRRC এর সাথে মতবিনিময় করবেন বলে জানা যায়।

প্রতিনিধিদলটির নিরাপত্তার সার্বিক বিষয়াদি তদারকিসহ তাঁদের সাথে ৮ এপিবিএন এর পক্ষে সৌজন্য বিনিময় করেন, খন্দকার ফজলে রাব্বী, পুলিশ সুপার, ৮ এপিবিএন। এসময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ ও মোঃ রবিউল ইসলাম।