ইউরোপে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

আগামী কয়েকদিন ইউরোপের দেশ ইতালিতে আবহাওয়ার চরম পরিস্থিতি বিরাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি এই পরিস্থিতিকে সেরবেরাস হিটওয়েভ নামকরণ করেছে। নরকের গনগনে আগুনের তিন মাথার একটি দানবের নামের সাথে মিল রেখে এই নাম রাখা হয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা ৪৮ ডিগ্রির উপরে পর্যন্ত পৌঁছতে পারে আশংকায় রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ দেশটির ১০টি শহরে রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয়েছে। স্পেন, ফ্রান্স, গ্রীস, ক্রোয়েশিয়া এবং তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ ব্যক্তিসহ দেশটির বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ইতালীয় মিডিয়া জানায় মঙ্গলবার উত্তর ইতালিতে মিলানের কাছে লোদি শহরে জেব্রা ক্রসিং লাইন পেইন্টিং করা অবস্থায় রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৪ বছর বয়সের এক শ্রমিক। এর আগে ২০২১ সালের আগস্টে সিসিলি দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (১১৯ দশমিক ৮ ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। গত বছর গরমের কারণে ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। আশঙ্কা হচ্ছে, এই বছরের তাপপ্রবাহে এর চেয়েও বেশি মৃত্যু ঘটতে পারে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

আগামী কয়েকদিন ইউরোপের দেশ ইতালিতে আবহাওয়ার চরম পরিস্থিতি বিরাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি এই পরিস্থিতিকে সেরবেরাস হিটওয়েভ নামকরণ করেছে। নরকের গনগনে আগুনের তিন মাথার একটি দানবের নামের সাথে মিল রেখে এই নাম রাখা হয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা ৪৮ ডিগ্রির উপরে পর্যন্ত পৌঁছতে পারে আশংকায় রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ দেশটির ১০টি শহরে রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয়েছে। স্পেন, ফ্রান্স, গ্রীস, ক্রোয়েশিয়া এবং তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ ব্যক্তিসহ দেশটির বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ইতালীয় মিডিয়া জানায় মঙ্গলবার উত্তর ইতালিতে মিলানের কাছে লোদি শহরে জেব্রা ক্রসিং লাইন পেইন্টিং করা অবস্থায় রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৪ বছর বয়সের এক শ্রমিক। এর আগে ২০২১ সালের আগস্টে সিসিলি দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (১১৯ দশমিক ৮ ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। গত বছর গরমের কারণে ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। আশঙ্কা হচ্ছে, এই বছরের তাপপ্রবাহে এর চেয়েও বেশি মৃত্যু ঘটতে পারে।