
নারায়নগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৫জুলাই) রাত সোয়া আটটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জুম্মন(৩০), মো. সেমিন (২২), কবির(৪০) ও মিরাজ(২৩)। স্থানীয়দের দেয়া তথ্য থেকে জানা যায়, ওই এলাকায় ইয়াজউদ্দিন নামে একজন মুক্তিযোদ্ধা মারা যাওয়ায় উনাকে গোসল দেওয়ার কাজ চলছিল । জুম্মনসহ অন্যান্যরা এই গোসল করানোর দায়িত্ব পালন করছিলেন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে জুম্মন নামের ব্যাক্তি দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
উক্ত বিস্ফোরণে আহত ব্যাক্তিদের অগ্নিদগ্ধ অবস্থায় তাৎক্ষণিক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলামের থেকে জানা গেছে , দগ্ধ ৪ জনকেই জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।