
ভোট কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া করে বাইরে আসার পরে রাস্তায় ফেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বেধড়ক পিটিয়েছেন নৌকা প্রার্থীর সমর্থকেরা। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন এবং একই সাথে “জয় বাংলা” স্লোগান দিচ্ছিলেন। আজ সোমবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তার নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হিরো আলম কেন্দ্র থেকে বেরিয়ে যেতে চাইলে কয়েকজন দৌড়ে এসে তার ওপর চড়াও হয়। চড়-থাপ্পড়, কিল-ঘুসি ও গলাধাক্কা দিতে দিতে কেন্দ্র থেকে বের করে দেয়। বের হয়েও রেহাই পাননি তিনি। সড়কে তাকে ফেলে তাকে কিল-ঘুসি দেওয়া হয়। পরে তার সঙ্গে থাকা একটি প্রাইভেটকারটি দ্রুতগতিতে এসে তাকে উদ্ধার করে।
হিরো আলমকে উদ্দেশ্য করে উত্তেজিত নেতাকর্মীদের বলতে শোনা যায়, সে করে টিকটক, সে হলো জোকার, সে কেন গুলশান-বনানীর এমপি হতে চায়। এমপির মানে সে জানে? কেউ কেউ উচ্চস্বরে বলছিলেন, তারে খালি দৌড়ানি দে, মারধর করা লাগব না।
এ ঘটনায় পুলিশ হিরো আলমকে মারধরকারীদের একজনকে আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হিরো আলম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন বলে জানা গেছে ।